স্থাপিতঃ 1985 খ্রিঃ
EIIN: 127383 | MPO Code: 9104011320
School Code: 5291

নিয়ম এবং প্রবিধান

অনলাইনে আবেদনের নিয়মাবলী :-

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু : ১৩/১১/২০২৩খ্রি. তারিখ হতে

বিকাশ/নগদ/রকেট একাউন্ট নম্বর: ০১৭১৮৪০৯৪০১

-------------------------------------------------------------------------------------------------

সরকারি বিধি মোতাবেক শ্রেণি ভিত্তিক শিক্ষার্থীর বয়স থাকতে হবে।

আবেদন পত্রের সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে। লাল তারকা (*) চিহ্ণিত তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে।

ইচ্ছাকৃতভাবে ভুল জন্ম নিবন্ধন নং প্রদান করলে অথবা একাধিক ভুয়া জন্ম নিবন্ধন নং ব্যবহার করে আবেদন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে।

ভর্তি সময় প্রয়োজনীয় কাগজপত্রাদি :

১) পূরণকৃত/ডাউলোডকৃত ভর্তি ফরম ।

২) পার্সপোর্ট সাইজের রঙ্গীন ছীব ০৩ কপি ।

৩) শিক্ষার্থীর জম্ম নিবন্ধন ফটোকপি (বাংলা+ইংরেজি) ০২ কপি।

৪) পিতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি-০১টি।

৫) মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি-০১টি।

৬) বিদ্যালয়ের ছাড়পত্র / প্রশংসা পত্র।

৭) ৯ম শ্রেণির ক্ষেত্রে জেএসসি রেজিঃ কার্ড/eSIF ফরম।

৮) ভর্তি ফরম বাবদ অনলাইন/সরাসরি ১১০/-(একশত দশ টাকা প্রেমেন্টের প্রমাণ পত্র)।

৯) জানুয়ারি/২০২৪এর বেতন সহ সেশন ফি বাবদ মোট-------- টাকা।

-------------------------------------------------------------------------------------------------

ভর্তি আবেদন ডাউলোডকপি/হার্ডকপি প্রতি বৃহস্পতিবার অফিস সময়ে জমা গ্রহণ করা হবে।

বি.দ্রঃ ভর্তি আবেদনের শেষ সময়, ভর্তির লটারী, ভর্তি শুরু ও ভর্তির শেষ তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

পেমেন্ট পদ্ধতি

অনলাইন ভর্তি তথ্য প্রদানের পর পেমেন্ট প্রসেস সম্পূর্ণ করতে হবে।

বিকাশ/নগদ/রকেট একাউন্ট নম্বর: ০১৭১৮৪০৯৪০১ পার্সোনাল সেন্ড মানি করতে হবে।

১) পেমেন্ট ফর্ম থাকে পেমেন্ট পদ্ধতি সিলেক্ট করুন।

২) ট্রানজেকশন আইডি টি বসিয়া নিন।

৩) পেমেন্ট ফর্ম টি সাবমিট করুন।

৪) আবেদন ফর্ম এবং প্রেমেন্টের প্রমাণ পত্র প্রিন্ট অথবা ডাউনলোড করুন।

বি.দ্রঃ অনলাইন পেমেন্ট এর ক্ষেত্রে YOUR REFERENCE ID রেফারেন্স নম্বরে অবশ্যই ব্যবহার করতে হবে।

-------------------------------------------------------------------------------------------------

প্রয়োজনে : ০১৭৯৬- ৮৮৭৭৩৯ এবং ০১৭১৮-৪০৯ ৪০১

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
বেগম রোকেয়া উচ্চ বালিকা বিদ্যালয়,
জুম্মাপাড়া, মহানগর, রংপুর।

পেমেন্ট পদ্ধতি
-------------------------------------------------------------------------------------------------
বিকাশ